UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ‌রিদপুরে আতশবা‌জি নি‌ষিদ্ধ করল প্রশাসন

usharalodesk
এপ্রিল ২১, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঈদুল ফিতরের প‌বিত্রতা রক্ষায় ফ‌রিদপুর জেলাসহ ভাঙ্গা উপজেলায় আতশবা‌জি-পটকা ও সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজানো নি‌ষিদ্ধ কররেছে জেলা প্রশাসন।

এতে বলা হ‌য়, ফরিদপুরের সর্ব সাধার‌ণের অবগ‌তির জন‌্য জানা‌নো যা‌চ্ছে যে, প‌বিত্র ঈদুল ফিত‌রের প‌বিত্রতা রক্ষা‌র্থে ঈদের দিন শহ‌রের মো‌ড়ে মো‌ড়ে উচ্চ শ‌ব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজা‌নো, অশ্লীল নাচ-গান করা, আতশবা‌জি ও পটকা কেনা-বেচা সম্পূর্ণ নি‌ষিদ্ধ করা হ‌লো।

এই আ‌দেশ অমান‌্যকারী‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ভাবে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এবিষয় ভাঙ্গা থানা অফিসার ওসি জিয়ারুল ইসলাম জানান, ঈদের দিন উঠতি বয়সের ছেলেরা মহাসড়কে গান বাজনা করে ও আতশবাজি ফুটায়।

এছাড়া সড়কে অশ্লীল নাচ গান করে। যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ‌প্তিটি জা‌রি করা হয়েছে, সেহেতু আমরা পুলিশের পক্ষ মহাসড়কসহ সব জায়গা নজরদারিতে রাখবো।

ঊষার আলো-এসএ