UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়। জানা গেছে, সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ফরিদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কবির আহমেদ মোনাজাত পরিচালনা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশস্থলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা আসেননি।এদিকে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলের মাঠে উপস্থিত হন। কানাই কানাই পূর্ণ হয়ে উঠে সমাবেশস্থল। স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ।

প্রসঙ্গত, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।

ঊষার আলো-এসএ