ঊষার আলো ডেস্ক : পৃথক-পৃথক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে মোট ৮ জন নিহত হয়েছেন। তার মধ্যে উপজেলা সদরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন ও ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছে। রোববার (২০মার্চ) সকাল ৭টার দিকে খুলনা- ঢাকা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল। খুলনা-ঢাক মহাসড়কের মাঝিকান্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
এ সময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও চারজনের মৃত্যু হয়।
অপরদিকে ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
(ঊষার আলো-এমএনএস)