UsharAlo logo
বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফল আমদানি বাড়ছে ভোমরা স্থলবন্দরে

usharalodesk
এপ্রিল ৪, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দীর্ঘ তিন বছর পর সুদিন ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। নানা জটিলতায় ২০২১ সাল থেকে ফল আমদানি শূন্যের কোটায় থাকলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। যার জন্য পদ্মা সেতু মুখ্য ভূমিকা পালন করেছে।

জানা যায়, বছর তিনেক আগে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফল আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর ২০২১ সাল থেকে ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি কমতে থাকে।

পরবর্তীতে পরিবহণসহ আনুষঙ্গিক খরচ কম হওয়ার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে ভোমরা স্থলবন্দরের দিকে ঝুঁকে পড়েছে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, আমরা আমাদের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি।

ভোমরা স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার মো. এনামুল হক বলেন, প্রতিদিনই ভোমরা বন্দরে আমদানি বাড়ছে। এতে সরকারি রাজস্ব যেমনি বাড়ছে, তেমনি স্থানীয় শ্রমিকদেরও জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে।

ঊষার আলো-এসএ