UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালই শেষ ম্যাচ, নিশ্চিত করলেন মেসি!

pial
ডিসেম্বর ১৪, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগেই আভাস দিয়েছিলেন, কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর লিওনেল মেসি নিশ্চিত করলেন যে, ফাইনালই হতে যাচ্ছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ।

আর্জেন্টাইন মিডিয়াকে মেসি বলেছেন, ‘আমি খুব খুশি, এটা অর্জন করতে পেরে ও ফাইনাল খেলে আমার বিশ্বকাপ যাত্রা শেষ করতে পেরে।’

২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। আর ওই সময় মেসির বয়স হবে ৩৯ বছর। আরেকটি বিশ্বকাপ খেলার কথা মোটেও ভাবছেন না ৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ড, ‘পরেরটা অনেক বছর পর। আমি মনে করি না আবার খেলতে পারবো, কাজে এভাবে শেষ করতে পারা দুর্দান্ত।’

২০১৪ সালের পর আবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। আগামী রোববারে ৩৬ বছরের ট্রফিখরা ঘুচানোর সুযোগ। মেসি যে ফর্মে রয়েছেন, এবার সেই আক্ষেপ পূরণের দারুণ সম্ভাবনা আছে।

কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনার সকল রেকর্ড ভেঙে দিয়েছেন। সবচেয়ে বেশি ম্যাচে খেলা, গোল করা এবং অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। এনিয়ে তিনি বলেছেন, ‘এটা দারুণ (রেকর্ড)। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের উদ্দেশ্য অর্জন করা, যেটা সবচেয়ে সুন্দর। আমরা আর একধাপ দূরে কঠিন লড়াই করেছি। আমরা এবার লক্ষ্য পূরণে আমাদের সর্বোচ্চটা দেবো।’

(ঊষার আলো-এফএসপি)