অনূর্ধ্ব-২০ পর্যায়ের কোপা আমেরিকায় গ্রুপ পর্বটা ভালো মন্দের মিশেলে কেটেছে আর্জেন্টিনার। তবে ফাইনাল রাউন্ডের শুরুটা ভালোভাবেই করেছে দলটা। চিলিকে হারিয়েছে ২-১ গোলে। ওদিকে ব্রাজিলের মুখেও হাসি ফুটেছে একই দিনে। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয় পেয়েছে সেলেসাওরা।
আর্জেন্টিনা তাতে শুরুটা করেছে বেশ ভালো। এই জয়ের ম্যাচে প্রথম গোলটা এসেছে ম্যাচের ৩৫ মিনিটে। আর্জেন্টিনার নতুন ‘মেসি’ ক্লদিও এচেভরি বল নিয়ে এগোচ্ছিলেন, প্রতিপক্ষের বাধায় বল হারালেও তা আয়ত্বে নেন ইয়ান সুবিয়াব্রে। তার করা গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয়।
বিরতির একটু আগে আবারও দৃশ্যপটে আসেন এচেভরি। তার পাস থেকে গোল করেন আগুস্তিন রুবের্তো। ৬১ মিনিটে গোল হজম করে বটে। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় তুলে নিয়ে দলটা মাঠ ছাড়ে ৩ পয়েন্ট নিয়েই।
দিনের অন্য ম্যাচে ব্রাজিল হারিয়েছে উরুগুয়েকে। ৭৪ মিনিটে একমাত্র গোলটা করেন পেদ্রো। এদিকে ফেভারিট কলম্বিয়া প্যারাগুয়ের জালে জড়িয়েছে গুণে গুণে ৪ গোল। তারাই এখন আছে গ্রুপের শীর্ষে।
ঊষার আলো-এসএ