UsharAlo logo
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে নেমে যে রেকর্ডের মালিক এখন কেবলই রোহিত-কোহলি

ক্রীড়া ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে ভারত। আর সেই ম্যাচে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।

প্রায় দেড় দশক ধরে ভারতের জাতীয় দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটার আজ নবম বারেরমতো কোনো আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নেমেছেন। যেই কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের। এর আগে এই কীর্তি ছিল যুবরাজ সিংয়ের দখলে। ভারতের হয়ে সর্বোচ্চ ৮টি ফাইনাল খেলেছিলেন তিনি। আজ তাকেই ছাড়িয়ে গেছেন রোহিত-কোহলি জুটি।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়ে আইসিসি ইভেন্টের ফাইনালের সঙ্গে পরিচিতি ঘটে রোহিত শর্মার। আর ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন বিরাট কোহলি। এরপর দুজনে ছিলেন ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে। খেলেছেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ এর টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরপর ২০২৩ থেকে ২০২৫ সালের মাঝে খেলেছেন আরও ৪টি আইসিসি ফাইনাল।

সর্বোচ্চ আইসিসি ইভেন্ট খেলার তালিকায় এদিন রবীন্দ্র জাদেজা ছুঁয়ে ফেলেছেন যুবরাজ সিংয়ের কীর্তি। আজকের ফাইনাল দিয়ে তিনি স্পর্শ করেছেন যুবরাজের ৮ ফাইনাল খেলার কীর্তিকে। আর ৭টি ফাইনাল খেলে পরের অবস্থানে আছেন শ্রীলংকার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।

ঊষার আলো-এসএ