UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফারাজ করিম পথসভা করেছেন রাউজানে, পিতা ফজলে করিম চৌধুরীর সমর্থনে

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে পথসভা করেছেন তাঁর পুত্র ফারাজ করিম চৌধুরী।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার  তিনি হলদিয়া ইউনিয়নে ২টি, ডাবুয়া ইউনিয়নে ৩টি ও রাউজান পৌর এলাকায় ৬টি পথসভায়  যোগদান করে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা চেয়ে বলেন,
আমার বাবা পরিবারের চেয়ে রাউজানবাসীকে বেশি সময় দিয়েছেন। আপনারা আমার বাবার সুখদুঃখের সাথী। যদি আমার বাবা আপনাদের জন্য কাজ করে থাকে, আপনারা আমার বাবাকে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।
পথসভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী নেতা কামরুল ইসলাম বাহাদুর, আলহাজ্ব বশির উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী,
সাইফুউদ্দিন চৌধুরী সাবু, এস এম মহিবুল্লাহ্,সাইদুল ইসলাম চৌধুরী টিপু, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মিঠু শীল, নাজিম উদ্দীন, আসাদ হোসেন, ওবাইদুল হক চৌধুরী,সাজ্জাদুল আলম,মোহাম্মদ আলী, যুবলীগ নেতা সাবের হোসেন, সালাউদ্দিন, আবুল হোসেন টিপু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, সাজ্জাদ হোসেন, আরমান সিকদার, শরিফুল হক মুন্না প্রমুখ।