UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিফা বেস্ট: রদ্রির ‘ডাবল’ নাকি ভিনির ‘কামব্যাক’

ঊষার আলো
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে এমন বিতর্ক সচরাচর দেখা যায়। এবারের ব্যালন ডি’অর রদ্রি হাতে পাওয়ার আগেই রিয়াল মাদ্রিদ অনুষ্ঠান বয়কট করেছিল। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেক ফুটবলার। তাদের দাবি ছিল, ম্যানচেস্টার সিটির রদ্রির চেয়ে নাকি রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র ওই পুরস্কারের বেশি দাবিদার ছিলেন।

যাই হোক, ব্যালন ডি’অর পুরস্কার উঁচিয়ে ধরেছিলেন রদ্রি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বসবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের আসর। এর মাধ্যমে আরও একবার ফিরল রদ্রি নাকি ভিনি বিতর্ক। রদ্রির কাছে ব্যালন ডি’অর খুইয়ে ভিনি বলেছিলেন, আরও ১০ গুণ হয়ে ফিরবেন তিনি।

সেই ‘কামব্যাক’ আজই হবে কিনা তা দেখতে অপেক্ষা করতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। অবশ্য ফিফা বেস্টের বর্ষসেরা পুরুষ ফুটবলারের দৌড়ে শুধু ভিনি বা রদ্রিই নন, রয়েছেন আরও ৯ ফুটবলার।

১১ জনের সংক্ষিপ্ত তালিকায় আছে সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিও। যদিও তার পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ তুলনামূলক পিছিয়ে থাকা মেজর লিগ সকারে (এমএলএস) খেলা মেসি ক্লাবের হয়ে জিতেছেন কেবল সাপোর্টার্স শিল্ড আর জাতীয় দলের হয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা।

এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে। এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

পুরুষ বর্ষসেরা ফুটবলারের পাশপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের পুরস্কারও আজই তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার। মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক।

ঊষার আলো-এসএ