UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলায় আহত ২৩

usharalodesk
জুন ৫, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে ৪ জুন শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে।
পূর্ব জেরুজালেমের অবৈধভবে বসতি স্থাপনের বিরুদ্ধে শুক্রবার রাস্তায় নামে সাধারণ ফিলিস্তিনিরা। এ সময়ে তাদের সঙ্গে যোগ দেন ইসরায়েলিরাও। বসতি স্থাপন ইস্যুতে তেল আবিবের সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়ে নানা স্লোগান দেন তারা। প্রতিবাদে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এ সময়ে বেশ কয়েকজনকে আটক করেন নিরাপত্তা বাহিনী।
একইদিন পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব এবং গাজায় নির্বিচারে হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এতেও হামলা চালায় দখলদার সেনারা। সে সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে।
দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। কয়েক সপ্তাহ ধরেই জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। সূত্র: আল জাজিরা।

(ঊষার আলো- এম.এইচ)