UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি শিশুর মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

ঊষার আলো
আগস্ট ২৪, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সেনাদের গুলিতে এক ফিলিস্তিনের শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানা যায়, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি শিশুকে মাথায় গুলি করে হত্যা করেছে।

মন্ত্রণালয় জানায় যে, ইসরাইলি সেনাদের ছোড়া গুলি ১৬ বছর বয়সি ইমাদ হাসহাসের মাথায় লাগলে অসহ্য যন্ত্রণা ভোগার পর মৃত্যু হয় তার।

ফিলিস্তিনি এক গণমাধ্যম জানায়, পশ্চিম তীরের বালাতা রিফিউজি ক্যাম্পে ইসরাইলি সেনাদের অভিযানে এ শিশু নিহত হয়।

ইসরাইলের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, সেনারা বালাতা রিফিউজি ক্যাম্পে এক সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। সে সময় হুমকি মোকাবিলায় তাদের সরাসরি গুলি ছুড়তে হয়।

নাবলুসের ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) জরুরি ইউনিটের পরিচালক আহমাদ জিবরিল জানান, রিফিউজি ক্যাম্পে অভিযান চালানোর সময় ইসরাইলি সেনারা ১৬ বছর বয়সি ইমাদ হাসহাসকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হাসহাসকে দ্রুত রাফিদিয়া সার্জিকাল হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

(ঊষার আলো-এফএসপি)