UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা

usharalodesk
জুলাই ৫, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরাইলের আক্রমণ এবং আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। সেইসঙ্গে ইসরাইলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তি বারবার লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

এ ধরনের হামলার সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

একই সঙ্গে বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অনস্বীকার্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে।

দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব এবং এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে বাংলাদেশ আহ্বান জানায়।

প্রসঙ্গত, সোমবার জেনিন শিবিরে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১১ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

ঊষার আলো-এসএ