UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ পাঠাচ্ছে তুরস্ক

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনিদের জন্য দশ ট্রাকভর্তি খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইসরাইলি নিপীড়নের শিকার ভুক্তভোগীদের সহায়তা করতেই বছরব্যাপী উদ্যোগের অংশ হিসেবে তা দেওয়া হবে।

তার্কিশ রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক মিসরে গিয়ে গাজায় সহায়তা পাঠানোর জন্য অসংখ্যবার বৈঠকে বসেন। ইতোমধ্যেই ফিলিস্তিনিদের চাওয়া অনুযায়ী দুটি অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, কায়রো থেকে দশ ট্রাকভর্তি সহায়তা খুব দ্রুত ফিলিস্তিনে পৌঁছে দেওয়া হবে। আর তার্কিশ রেড ক্রিসেন্ট ইসরাইলি হামলায় আহতদের সহায়তা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের সহায়তা করে যাব। দশ ট্রাকের মধ্যে ৬টিতে রয়েছে ২ হাজার ফুড পার্সেল ও বাকিগুলোতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া শিক্ষা উপকরণ, হাইজিন কিট, খেলনা ও মেডিকেল সরঞ্জাম রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)