UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল ম্যাচে সংঘর্ষে নিহত ১৭৪: ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া সরকার

pial
অক্টোবর ২, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্দোনেশিয়ায় ঘরোয়া ফুটবল ম্যাচে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৮০ জন। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন ইন্দোনেশীয় সরকার। এমন ভয়াবহ ট্রাজেডি কেন ঘটলো সে বিষয়ে যথাযথ তদন্ত ও এতে ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।

ইন্দোনেশিয়ার ক্রীড়া এবং যুব মন্ত্রী জয়নুদিন আমালি স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাসকে বলেছেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত, এটি আমাদের ফুটবলকে এমন সময়ে ‘আহত’ করেছে, যখন সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পারেন।

তিনি বলেন, আমরা ম্যাচের আয়োজন এবং সমর্থকদের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করবো। আমরা কি ম্যাচে সমর্থকদের উপস্থিতি ফের নিষিদ্ধ করার দিকে যাবো? সেটাই আলোচনা হবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলা কেন্দ্র করে একটি স্টেডিয়ামে দর্শকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ও পদদলিত হয়ে অন্তত ১৭৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮০ জন। শনিবার আরেমা এফসি ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। প্রিয় দলটি হেরে যাওয়ায় কয়েক হাজার মানুষ মাঠে অবস্থান নেন।

এমন সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে সবাই হুড়োহুড়ো করে স্টেডিয়াম থেকে বের হওয়ার চেষ্টা করেন। এসময় পদদলিত হয়ে ও অক্সিজেনের অভাবে অনেকে মারা যান।

সূত্র : গার্ডিয়ান

(ঊষার আলো-এফএসপি)