UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

ঊষার আলো
মে ২৮, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ ফুলতলা সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা রোববার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় পরিষদ অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব তানভীন আক্তার ডলির পরিচালনায় ইউপি সদস্য সোনালী আক্তার, কবিতা খাতুন, রিক্তা খাতুন, শেখ মনিরুল ইসলাম, কাজী ইমরান হোসেন রাজীব, মোঃ খলিলুর রহমান, মোঃ ফারুক হোসেন মোল্যা, মোঃ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া শেখ, আব্দুল মান্নান, মোঃ আঃ রহিম, কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেয়। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৪ কোটি ৫২ লাখ ৩৮ হাজার ২ শত ৩৭ টাকার বাজেট ঘোষনা করা হয়।