UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীগেটে ডাকাতির এক সপ্তাহ পরও গ্রেফতার হয়নি আসামি

ঊষার আলো
জুন ৪, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দীন : নগরীর দৌলতপুর থানাধীন ফুলবাড়ীগেট মাইলপোষ্ট এ ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী মমতাজ বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করার ১ সপ্তাহের বেশি সময় পার হলেও মালামাল উদ্ধার বা আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৮ মে রাত পৌনে ১১টায় মাইলপোষ্ট এলাকার মমতাজের ইজিবাইক এর গ্যারেজে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত মমতাজের বসত ঘরে ঢুকে তার হাত পা ও মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে যখম করে আলমারি খুলে নগদ ২৬ হাজার টাকাসহ প্রায় ৭০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। মমতাজ বেগম গত ১ জুন ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করে। যার নং- ০৩, মামলার আসামিরা হলো খুলনা শেখ পাড়ার মুন্না (৪০), অভয়নগরের সিদ্দিপাশার মৃত আয়নাল শেখ এর পুত্র আসলাম শেখ, একই এলাকার মৃত মতিউর রহমানের পুত্র এম মশিউর রহমান টুটুল ও ফুলতলা বরণপাড়া কাইয়ুমের পুত্র রাজু(৩৬)। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান আসামিদের আটক ও মালামাল উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদী মমতাজ বেগম বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকী-ধামকী প্রদর্শন করছে মামলা তুলে নেয়ার জন্য। এ ব্যপারে তিনি প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

(ঊষার আলো-এমএনএস)