UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনসিডিলের চালানসহ ৬১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ-সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা শাড়ি ও ফেনসিডিলসহ ৬১ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট, সিলেটের পান্তুমাই, প্রতাবপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামাল গুলো জব্দ করে।

ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শীতের কম্বল, চিনি, কমলা, কিসমিস, জিরা, হোয়াইট টোন ক্রিম, মেহেদী, কার্টুন ভর্তি ফেনসিডিল, মদ, সীমান্ত নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকালে পাথর বোঝাই একাধিক নৌকা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬০ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা।

ঊষার আলো-এসএ