UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সড়ক দুর্ঘটনা: আহত এক পরীক্ষার্থীর মৃত্যু

pial
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর আলমাস উদ্দিন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহতের মামা জহিরুল ইসলাম মিলন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার দুপুরে পরীক্ষা শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলী নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সে সময় অটোরিকশায় থাকা আবদুল্লাহ আল মামুন, জহির উদ্দিন, আলমাস উদ্দিন, তার মা হাসিনা আক্তার ও অটোরিকশা চালক আনোয়ার হোসেন আহত হন।

ঘটনার পর প্রথমে তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে তিন শিক্ষার্থী এবং একজন অভিভাবকসহ চার জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

(ঊষার আলো-এফএসপি)