UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফের কারফিউ জারি হচ্ছে শ্রীলঙ্কায়

pial
মে ১৬, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকার বিরোধী সহিংসতা দমনে সোমবার (১৬ মে) রাত ৮টা থেকে মঙ্গলবার ভোট ৫টা পর্যন্ত কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটির স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যার ঠিক একদিন আগে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অংশ হিসেবে ২৩০ জনকে আটকের কথা জানায় পুলিশ। কারফিউ আইন লঙ্ঘন ও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতির কারার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

টানা বিক্ষোভের মুখে পড়ে গত সপ্তাহে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সেই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সাথে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হন। আর বিক্ষোভকারীদের হামলা থেকে বাঁচাতে পরে মাহিন্দাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

এরপর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। আর রোববার তিনি রনিলের মন্ত্রী সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী শপথ নেন। তবে রনিলের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগকে শ্রীলঙ্কার বিরোধীদলসহ অধিকাংশ জনগণই ভালোভাবে নেয়নি। কারণ তারা মনে করে রনিল রাজাপাকসে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠদের একজন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, লেটেস্ট এলওয়াই

(ঊষার আলো-এফএসপি)