UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

usharalodesk
ডিসেম্বর ২২, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফের রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে রোববার বিকালে সড়কটি অবরোধ করেন তারা।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নেওয়া হচ্ছে না। আমাদের দুটি ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে ট্রাস্টি বোর্ড। প্রতি মাসে ট্রাস্টি বোর্ডের সদস্যরা তাদের গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন, এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এ ছাড়া ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা গতকালও (শনিবার) বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। আজ আবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে।

ঊষার আলো-এসএ