প্রজ্ঞাপন রোববার
ঊষার আলো ডেস্ক : চলমান লকডাউনের মধ্যেই ফের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে সাতদিনের কঠোর লকডাউন চলবে। এ বিষয়ে রোববার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি হবে।
শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জরুরী সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, “যানবাহনের পাশাপাশি এবার গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে।”
‘সর্বাত্মক লকডাউনের’ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, “সর্বাত্মক লকডাউন বলতে যে চিন্তাটি করা হয়েছে সেটা হলো শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না।”
(ঊষার আলো-এমএনএস)