UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক ঃ ফেনীর বারাইপুর এলাকায় ফেসবুক লাইভে এসে তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যায় স্বামী ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(২১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ  রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আসামি টুটুল ফেনী শহরের উত্তর বারাহীপুরের বাসিন্দা।

জানা গেছে, ২০২০ সালের ১৫ এপ্রিল দাম্পত্য কলহের জেরে উত্তর বারাইপুর এলাকার ভূঞা বাড়িতে ফেইসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করে আসামী টুটুল। হত্যাকান্ডের পর টুটুল নিজেই ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে এ বিষয়টি অবগত করেন।

এরপর ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে টুটুলকে গ্রেফতার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে প্রচার চালানো মোবাইল ফোন জব্দ করে। এঘটনায় ভিকটিম তাহমিনার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১৬ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই এমরান হোসেন ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

 

(ঊ/আ-আরএম)