UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে এক থাকবে ইবির সব ছাত্র সংগঠন

usharalodesk
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক টেবিলে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যান্য ছাত্র সংগঠন। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদ, ফ্যাসিবাদের বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টার প্রতিবাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে বুধবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আলোচনায় বসেন সংগঠনগুলোর নেতারা।

এ সময় ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সব দলমতের ঊর্ধ্বে সবাই এক থাকার আশ্বাস দেন সব ছাত্র সংগঠনের নেতারা। তবে শুধুমাত্র ছাত্র ইউনিয়ন ইবি সংসদ তাদের ডাকে সাড়া দেয়নি।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত বলেন, নিজেদের অস্তিত্বের প্রশ্নে আমরা এক ও অভিন্ন হিসেবে কাজ করব। ছাত্রদের অধিকার আদায় ও দেশের প্রশ্নে আমরা সবাই এক।

ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদের যেকোনো সমস্যায় ছাত্রদল অন্যদের সঙ্গে নিয়ে কাজ করবে। এখনো যেসব ফ্যাসিবাদের দোসর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছে তাদেরকে আমরা আর সেসব পদে দেখতে চাই না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে মামলা করব। আওয়ামী ফ্যাসিবাদকে কোনোভাবেই এদেশে আর কখনোই মাথাচাড়া দেওয়ার সুযোগ দেব না।

ইবি ছাত্রশিবিরের সভাপতি এইচএম আবু মুসা বলেন, আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন আদর্শ থাকতেই পারে। তবে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই এক। তারা যদি আবারো কোনোভাবে এ দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা সব ছাত্র সংগঠনের সদস্যরা একই ব্যানারে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি আদর্শ ক্যাম্পাসে পরিণত করব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেমন সবাই একসঙ্গে ছিলাম ভবিষ্যতেও দেশের স্বার্থে সবাই এক থাকব। পতিত ফ্যাসিবাদকে আমরা কোনোভাবেই প্রত্যাবর্তনের সুযোগ দেব না। এছাড়া সবাই একযোগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনে কাজ করব।

ঊষার আলো-এসএ