UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফ্রান্সের প্রেসিডেন্ট হলে হিজাব নিষিদ্ধ করে দেব’

pial
এপ্রিল ২৩, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে দু‘প্রার্থীর টেলিভিশন বিতর্ক জমে উঠেছে।

আর নির্বাচনে জিতলে হিজাব নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন- ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল্য পেন। এমন খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এক টেলিভিশন বিতর্কে ল্য পেন বলেন, আমি যদি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হই, তবে দেশে হিজাব নিষিদ্ধ করে দেব। কিন্তু হিজাব নিষিদ্ধ করলেও আমার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়।

এরই মধ্যে ডানপন্থী প্রার্থী মেরিন ল্য পেনের এমন বক্তব্য নিয়ে আলোচনা সরব হয়ে উঠেছে ও কেউ কেউ নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে তার বিপরতে থাকা প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সারাদেশে গৃহযুদ্ধ বেধে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, আপনি গৃহযুদ্ধের সূচনা করতে যাচ্ছেন।

সাথে তিনি আরও বলেন, ফ্রান্স হচ্ছে আলোকবর্তিকা ও সভ্যতার প্রতীক। জনসম্মুখে হিজাব নিষিদ্ধ করলে এমন ক্ষেত্রে ফ্রান্স হবে বিশ্বের প্রথম দেশ। আর এটা কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না।

(ঊষার আলো-এফএসপি)