UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে বিনামূল্যে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি জোরদার

ঊষার আলো
এপ্রিল ৯, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফ্রান্সে গৃহহীন ও ছিন্নমূল মানুষদেরকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় সারা বছর। করোনা সংকটে এই কার্যক্রম আরও জোরালো করা হয়েছে। বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয় বিনামূল্যে।
সপ্তাহের প্রতি শনিবার আমরা এখানে এই খাবারসামগ্রীগুলো বিতরণ করি। সপ্তাহের অন্যদিন অন্য এলাকায় ও আমাদের এই সংগঠন থেকে এভাবে খাবার বিতরণ করে থাকেন। আর্থিকভাবে একটু অসচ্ছলরাই এই খাদ্যসামগ্রী গুলো নিয়ে থাকে। করোনার একেবারে শুরু থেকেই আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম যা এখনো চলমান রয়েছে।
এখান থেকে বিনামূল্যে আমরা খাবার সংগ্রহ করি। এই সংগঠনের বিতরণ ব্যবস্থা অনেক ভালো। সংকটকালীন এই সময়ে তাদের দেওয়া খাবার আমাদের অনেক উপকারে আসছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

(ঊষার আলো- এম.এইচ)