UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে ৩০ বছর পর নারী প্রধানমন্ত্রী

pial
মে ১৭, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইতিহাসে দ্বিতীয় ও গত তিন দশকের মধ্যে ফ্রান্সের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এলিজাবেথ বোর্ন। তিনি আগে দেশের শ্রমমন্ত্রী ছিলেন।

সোমবার (১৬মে) আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকসের থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বোর্ন। দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে এলিজাবেথ বোর্ন জানান, এই নিয়োগ তিনি ফ্রান্সের ছোট ছোট মেয়েদের উৎসর্গ করছেন এবং তারা যেন তাদের নিজেদের স্বপ্নকে অনুসরণ করে।

পেশায় প্রকৌশলী এলিজাবেথ বোর্ন ফ্রান্স সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন দীর্ঘদিন। ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার জন্য এলিজাবেথকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে।

ম্যাক্রোঁর প্রতিশ্রুত নীতিমালার বাস্তবায়ন ও ইউক্রেনে যুদ্ধের প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি সামলানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন প্রধানমন্ত্রী বোর্নের জন্য। এর আগে একমাত্র নারী হিসেবে সংক্ষিপ্ত সময়ের জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ইদিথ ক্রেসোঁ।

(ঊষার আলো-এসএইস)