UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বংশালে গ্লাস ক্লিনার পান করে এক কিশোরের মৃত্যু

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর বংশালে একটি সেলুনে গ্লাস ক্লিনার পান করে প্রদীপ শীল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসুদেব শীলের ছেলে প্রদীপ। দুই ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।তার বাবা বাসুদেব শীল জানান, তারা বাবা-ছেলে দুজনই বংশাল হাজী ওসমান গনি রোড পুকুরপাড় নিউ স্টাইল সেলুনে কাজ করেন। থাকেন ওই এলাকাতেই।

কাজে মনোযোগী না হওয়ায় রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেলেকে গালাগাল করেন। এরপর তিনি বাইরে চলে গেলে কিছুক্ষণ পরই খবর পান সেলুনের ভেতরে গ্লাস ক্লিনার পান করেছে প্রদীপ। তখন সঙ্গে সঙ্গে সেলুনে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, গ্লাস ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঊষার আলো-এসএ