UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির দুটি কার্যালয়ে আগুন

usharalodesk
জুলাই ১৭, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়া শহরে বিএনপির দুটি কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শহরে টেম্পল রোডে শহর বিএনপি ও নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিএনপি এ ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে ছাত্রলীগ ও যুবলীগ অভিযোগটি দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছে।

সাধারণ জনগণ বলছেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের সাতমাথায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে। এর জের ধরে বিএনপি অফিসে হামলা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা দাবি করেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের কাছে পরাজিত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের দুটি কার্যালয়ে আগুন দিয়েছে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা অভিযোগ করেন, পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের দুটি কার্যালয়ে হামলা চালিয়েছে। তারা ছাত্রদল ও শ্রমিক দল কার্যালয়েও আগুন দেয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের কিছু জানা নেই।

ঊষার আলো-এসএ