UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় প্রদান করেন। তথ্যটি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি।

দণ্ডিত আসামির নাম মো: আবু বকর। তিনি বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মরহুম হবিবর আকন্দের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি বলেন, আসামি আবু বকর নেশাগ্রস্ত ভবঘুরে। গত ২০১৫ সালের ১২ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধা মা আলতাফুন্নেছাকে ভাত দেয়ার জন্য ডাকেন তিনি। এ সময় আলতাফুন্নেছা ছেলেকে বললেন ‘তুই নিজেই ভাত নিয়ে খা’। এতে বকর ক্ষিপ্ত হয়ে যায়। তখন মা-ছেলের তর্ক শুরু হয়। একপর্যায়ে আবু বক্কর পাশে থাকা গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে পড়ে যান। তখন আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করায়।

পরের দিন ১৩ অক্টোবর আলতাফুন্নেছাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আসামির আপন বড় ভাই শাহ আলম স্থানীয় ধুনট থানায় মামলা করেন।