UsharAlo logo
মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

usharalodesk
এপ্রিল ২৯, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান। তবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়। বাসে সুপারভাইজার আর চালক ছিল। মূলত হেলপার না থাকার কারণে এত বড় দুর্ঘটনা ঘটল।

ঊষার আলো-এসএ