UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার কাহালুতে পুকুর খননে মিলল বিষ্ণুমূর্তি

usharalodesk
মার্চ ২২, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ার কাহালু উপজেলার একটি পুকুর খননের সময় তিন ফুট লম্বা ৮৬ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তির সন্ধান মিলেছে। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে সরকারি খাস একটি পুকুর এসকেভেটর মেশিন দিয়ে মাটি খনন করার সময় এই বিষ্ণুমূর্তিটি বেরিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে মেশিন দিয়ে মাটি কাটার সময়ে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির একটি জিনিস। এটি চিনতে না পেরে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের ধারে থাকা স্থানীয় লোকজন এসে মূর্তিটি দেখতে পান। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন।
এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। এলাকার সবাই মূর্তিটি দেখার জন্য ভিড় জমান। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা এবং এর ওজন ৮৬ কেজি। মূর্তিটি প্রতœতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

(ঊষার আলো-এমএনএস)