UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় উপনির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না : ইসি রাশেদা

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে সরকার অর্থ বরাদ্দ না দেয়ায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পর্যাপ্ত বাজেট না থাকায় পাঁচ আসনের উপনির্বাচনে নিরাপত্তার কাজে সিসি ক্যামেরা থাকছে না। যদি পরবর্তী কোনো নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে বাজেট দেয়, তখন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তবে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ কারো পক্ষে কাজ করলে দায় নিজেরই নিতে হবে। ইসি কোনো দায় নেবে না। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে দুই আসনের প্রার্থীদের সাথেও মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন। এসব অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক মো: সাইফুল ইসলামসহ নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।