UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

usharalodesk
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ২টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

এ সময় চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো: শাহীনুর আলম, কালাচাঁদ সিংহ (সচিব), কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন), কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বন্দরের অন্যান্য কর্মকর্তাগণ।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী গত ২৫ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।