ঊষার আলো ডেস্ক : বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে এদের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুর ২টায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ট্রলার এফবি আল্লাহর দান বঙ্গোপসাগরে ডুবে যায়। ট্রলারটিতে ১১ জন জেলের মধ্যে ৮ জনকে গতকালই উদ্ধার করা হয়। তবে বাকি ৩ জন নিখোঁজ ছিলেন।
নিহত তিন জেলে হলেন, উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) এবং বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।
(ঊষার আলো-আরএম)