UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে লাইটার ডুবি, ১২ ক্রু নিখোঁজ

pial
এপ্রিল ১৬, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামে বঙ্গোপসাগরে একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। এতে সেই জাহাজের ১২ ক্রু নিখোঁজ রয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাষানচরের কাছে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে।

নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছিল।

চট্টগ্রামে নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, তন্ময় -২ নামের একটি লাইটার জাহাজ ডুবে মোট ১২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। আর নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জাহাজটি ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

(ঊষার আলো-এফএসপি)