UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে গোয়ালঘরের চারটি গরুর মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু হয়েছে। এত আরো একটি গরু গুরত্বর আহত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ভোররাতে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ওই গ্রামের কৃষক আব্দুল লতিফের গোয়াল ঘরে থাকা ৪টি গাভী ঘটনাস্থলেই মারা যায়, আর একটি গাভী গুরুতর আহত হয়।

এবিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম।স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থ কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

 

(ঊষার আলো-আরএম)