UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে মৃত্যু দুই কৃষকের

pial
মে ১৩, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নওগাঁর পোরশায় আলাদা আলাদা জায়গায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কৃষকের । শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, স্থানীয় এলাকার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ এবং রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ।

স্থানীয়রা বলেন, সকাল থেকেই আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর কাছের জমিতে ধান কাটছিলেন। এই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুজন। মাঠের অন্য কৃষকরা নিহতদের মৃতদেহ উদ্ধার করে।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার হামিদ রেজা এ ঘটনার সত্যতা যাচাই করে বলেন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারী সাহায্য প্রদান করার নিয়ম রয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।

(ঊষার আলো-এসএইস)