UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বজ্রবৃষ্টির আশঙ্কা, কখন-কোথায় হবে জানালেন আবহাওয়াবিদ

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে কখনো তাল মেলাচ্ছে বজ্রপাত। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এ পূর্বাভাস লেখার সময় ব্যাপক বজ্রপাত চলছে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ওপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।

বেলা বাড়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকের রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। এর ফলে সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

পোস্টে তিনি লেখেন, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করব বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য। এই সময় খোলা মাঠে কৃষিকাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।

এছাড়াও পোস্টের শেষদিকে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক এই গবেষক আরও লিখেছেন, বৃষ্টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে। ফলে বৃষ্টি রাজশাহী ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোতে পৌছাতে দুপুর ১২টা পর্যন্ত লেগে যেতে পারে। এই বৃষ্টি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ঊষার আলো-এসএ