ঊষার আলো ডেস্ক : বটিয়াঘাটা বাজারস্থ হাজী মনোয়ার জাহাঙ্গীর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সোমবার (১৯ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা জহির রায়হান, শেখ আজিজুর রহমান, বিকাশ হালদার, জেলা ছাত্রলীগ নেতা আমির মোমেনিন রানা, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, আব্দুর রহমান, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফাহিম, সজল, সৈকত মোড়ল, মিজানুর রহমান লিটু, মিরাজ তালুকদার, আল ইমরান টুটুল, আলভী খান প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)