UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বড় মনের পরিচয়’ দিয়ে প্রশংসায় ভাসছেন মিরাজ

usharalodesk
জানুয়ারি ১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :  বছরের শেষ দিনে বিপিএল একগাদা নাটকই দেখেছে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ওই ম্যাচের আলোচিত ঘটনাগুলোর একটা ছিল মেহেদি হাসান মিরাজের টম ও’কনেলকে ‘টাইম আউট’ না করার ঘটনাটি। সে কাজটি করে মিরাজ বড় মনের পরিচয় দিয়েছেন, অভিমত দিয়েছেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

গতকাল খুলনার ছুঁড়ে দেওয়া ২০৪ রানের লক্ষ্যে চিটাগং বেশ ব্যাকফুটে। মোহাম্মদ নাওয়াজের করা সপ্তম ওভারের প্রথম বলে মাত্রই আউট হয়েছেন হায়দার আলী। এর তিন মিনিট পর ব্যাট করতে নামেন ও’কনেল।

মিরাজ সতীর্থদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে আম্পায়ারের কাছে টাইম আউটের আবেদন করেন। যাতে আম্পায়ার রবীন্দ্র ভিমালাসিরি ও তানভির আহমেদ মিলে সাড়া দেন। ও’কনেল তাতে ফিরতে শুরু করেন সাজঘরে।

তবে এরপরই সিদ্ধান্ত বদলে ফেলেন মিরাজ। ডাগ আউটে ফেরার আগেই ও’কনেলকে ফেরান ক্রিজে। অস্ট্রেলিয়ান এই লেগস্পিনার এরপর তাকে ‘থাম্বস আপ’ দেখিয়ে ধন্যবাদও জানান।

এমন কাজ করে প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন মিরাজ। মোহাম্মদ মিঠুন জানান, ওই সিদ্ধান্তটা যৌক্তিকই ছিল মিরাজের। কেন এমন হয়েছিল, তার জবাবে তিনি জানান, ও’কনেল দ্রুত উইকেট পড়ে যাওয়াতে হকচকিয়ে গিয়েছিলেন, যার ফলে ৭ নম্বরে ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। যার ফলে ৩ মিনিট দেরি হয়।

তবে এরপরও মিরাজ তাকে টাইম আউট করাননি, তাতে মিঠুন তার বুকভরা প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় মিরাজ বেশ ভালো কাজ করেছে। সে দেখিয়েছে যে তার বড় একটা মন আছে। ফিল্ডিং দল চাইলে আবেদন করতে পারে, এটা নিয়মের মধ্যেই আছে। মিরাজ দারুণ কাজ করেছে। প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য।’

তিনি আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত নয়। একজন ব্যাটারের সব সময় প্রস্তুত থাকা উচিত। ও (ও’কনেল) প্রস্তুত হতে দেরি করেছে। হয়তো বুঝতে পারেনি এত দ্রুত উইকেট পড়বে। এ জন্য ধীরেসুস্থে প্রস্তুত হচ্ছিল।’

তবে ওই যাত্রায় বেঁচে গেলেও ও’কনেল এক বলই টিকতে পেরেছেন আর। প্রথম বলেই শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। ক্যাচটা নিয়েছেন ওই মিরাজই। এরপর শামীম পাটোয়ারীর ৩৮ বলে ৭৮ রানের ইনিংস চট্টগ্রামকে ১৮তম ওভার পর্যন্ত ম্যাচে রেখেছিল। তবে শেষমেশ মিরাজের দল খুলনাই শেষ হাসি হেসেছে ৩৭ রানে।

ঊষার আলো-এসএ