ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বর্তমানে বিদ্যুৎহীন রয়েছেন প্রায় পৌনে আট লাখ মানুষ।
তবে, শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত এ সংখ্যা ছিল ৯ লাখের কাছাকাছি। পরিস্থিতির উন্নতি হওয়ায় একদিনের মধ্যেই দুই লাখ গ্রাহক পুনরায় বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছেন।
রোববার (২৫ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বন্যাকবলিত এলাকার মধ্যে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও ভোলা এলাকার মোট গ্রাহকের সংখ্যা ৪৮ লাখ ৮৪ হাজার ৩২১ জন। এর মধ্যে বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন সাত লাখ ৮০ হাজার ৭৪৫ জন গ্রাহক।
এসব এলাকার ১৬০টি উপকেন্দ্রের মধ্যে ১৪টি এবং ৮৮৪টি ১১ কেভি ফিডারের মধ্যে ১৩১টি ফিডার বন্ধ রয়েছে।