UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি আরও খারাপের শঙ্কা, প্লাবিত হতে পারে নতুন জেলা

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

উজান থেকে নেমে আসা পানিতে ফেনীসহ আশপাশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রিয়াজ।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব বলেন, ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম এই পাঁচ জেলা এখন বন্যাকবলিত। এসব এলাকার বেশীর ভাগ মানুষ এখন পানি বন্দি রয়েছে।

তিনি বলেন, উজান থেকে নেমে আসা পানি এবং অতি বৃষ্টির কারণে বন্যা হচ্ছে দেশের এসব এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় এসব এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে।

সচিব আরও বলেন, এছাড়াও নোয়াখালী, কুমিল্লা এবং খাগড়াছড়িতেও বন্যার আশংকা রয়েছে। বন্যা কবলিত এলাকায় নগদ টাকা, শুকনো খাবার পাঠানো হয়েছে। বন্যা কবলিত এলাকার জেলা প্রশাসকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কাজ করছেন।

ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজমুল আবেদিন বলেন, বন্যা কবলিত আট জেলায় প্রায় দুই কোটি টাকা পাঠানো হয়েছে, যা সেখানকার মানুষের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে।