UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৮

pial
মে ২৯, ২০২২ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছে। আরো অন্তত ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধর করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৯ মে) ভোররাতে এ দুর্ঘটনাটি ঘটে। উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, ঢাকা থেকে একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। ভোররাতে উজিরপুরের বামরাইল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে বাসটির। এতে বাসের মধ্যে আটকা পড়েন যাত্রীরা সবাই। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে শিশুসহ ৮ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক।

(ঊষার আলো-এসএইস)