UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে শুরু হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম

pial
জুন ১০, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ভোটার হালনাগাদ কার্যক্রমের সংগ্রহকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই শেষ করে শুরু করেছে নিবন্ধনের কাজ। ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিস নেয়া হচ্ছে আজ থেকে। প্রথম ধাপে বরিশালে ৩টি উপজেলায় ভোটারদের শুক্রবার (১০ জুন) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে আগামী ১৭ আগস্ট।

শুক্রবার সকালে নগরীর কাউনিয়া আদর্শ পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিববন্ধন কার্যক্রম পরিদর্শনকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, দেশজুড়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাককালে যাদের ২০০৭ সালের ১ জানুয়ারী বা তার আগে জন্ম, তাদেরকে ভোটারের অর্ন্তভূক্ত করা হচ্ছে।

এছাড়াও, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। এই সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে। বরিশাল সদর, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় এ কার্যক্রম চলছে।

উল্লেখ্য, বরিশাল জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ১৮ লাখ ২৯ হাজার ৩২০ জন।

(ঊষার আলো-এসএইস)