UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আমরণ অনশনের হুমকি ইডেন ছাত্রলীগ নেত্রীদের

pial
সেপ্টেম্বর ২৬, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুইগ্রুপের মারামারির পর গঠিত তদন্ত কমিটি ১২ নেতা এবং ৪ কর্মীকে বহিষ্কারের ঘটনায় আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বহিষ্কৃত নেত্রীরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ইডেন ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

বিনা তদন্তে বহিষ্কার নেপথ্যে কারা-এ প্রশ্ন রেখে তারা জানান, প্রাথমিক তদন্তে বহিষ্কার করায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি অপরাধ? আমরা নির্যাতিত সহকর্মীদের পাশে দাঁড়িয়েছি? আর সে সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অপরাধ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ, তাদের কেন বহিষ্কার করা হলো না? দুই সদস্যের তদন্ত কমিটি থেকে একজন পদত্যাগ করার পরও কেন তদন্ত এগোলো সেই প্রশ্নও রাখেন তারা।

‘ইডেন কলেজের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কেন মারধর করা হলো’ সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, যিনি রোকেয়ো হলের সাবেক এজিএস ফাল্গুনি দাস তন্নীকে মারধর করার পর কেন তাকে বহিষ্কার করা হলো না? সেই নেত্রীকে নিশিকে ইডেন কলেজের দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।

দুইপক্ষের বিরুদ্ধে সিদ্ধান্ত না নিয়েই কেন এক পক্ষকে বহিষ্কার করা হলো- সেই প্রশ্ন রেখে তারা বলেন, কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সরাসরি স্থায়ী বহিষ্কার করা হলো কেন? তাহলে কি কেন্দ্রীয় ছাত্রলীগ এসব অন্যায়ের পক্ষে?

সে সময় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে এ ঘটনায় সংগঠনের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। একই সাথে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরন অনশনের ঘোষণা দেন তারা।

তারা বলেন, পুরো ঘটনায় ২১ জন নেতা উপস্থিত ছিলাম, তাহলে কেন ১২জনকেই বহিষ্কার করা হলো। আমরা তাদের প্রতিহিংসার শিকার হয়েছি।

(ঊষার আলো-এফএসপি)