UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। আগামী ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে এই অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হবে।

বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যটি জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে বৈঠক করেছেন। বৈঠকে দোরাইস্বামী জানান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে সিলেট জেলায় ৪টি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফর।

ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সথে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এটাই প্রথম বাংলাদেশ সফর।

(ঊষার আলো-এফএসপি)