UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১৮টি ঘোড়া উপহার দিল কাতারের সশস্ত্র বাহিনী!

pial
আগস্ট ৮, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে মোট ১৮টি ঘোড়া উপহার দিয়েছে কাতার সশস্ত্র বাহিনী। কাতার বিমান ঘাঁটি থেকে আমিরি বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার (৮ আগস্ট) সকালে রওনা দেয়।

ওই সময় আল উদেইদ ঘোড়া বহনকারী বিমানকে আনুষ্ঠানিক বিদায় জানাতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন এনডিসি, দূতাবাসের ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, দুতালয় প্রধান তন্ময় ইসলাম এবং কাতার সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

কাতারের এ শুভেচ্ছা উপহারের মাধ্যমে কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে ১০টি বিরল হরিণ প্রদান করবে। আর একই ফ্লাইটের মাধ্যমে হরিণগুলো কাতারে পাঠানো হবে।
কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল আকিল আল নাবেত সম্প্রতি বাংলাদেশ সফর করেছিলেন। আর উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)