UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ঊষার আলো
জুলাই ২৫, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দু’দল একটি করে ম্যাচ জেতায় তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। সেই ফাইনালে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের বড় এক লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।

নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রান করে জিম্বাবুয়ে।

আজ রবিবার সিরিজের শেষ তথা সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে মোস্তাফিজুর রহমানকে ছাড়া টাইগারদের বোলিং লাইনআপ যে একেবারেই ছন্নছাড়া সেটা আরও একবার দেখা গেল। ৩ পেসার তাসকিন, সাইফউদ্দিন, শরীফুল ও মেহেদী হাসানের জায়গায় নামা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ বেদম মার খেয়েছেন। শুধুমাত্র সাকিবকেই একটু বুঝে শুনে খেলেছে জিম্বাবুয়ে।

ম্যাচটিতে ২২ বলে ৬ ছক্কায় চাকাভার ৪৮ রানেরে এক ইনিংস খেলেন। যিনি নাসুমের ১ ওভারে ৩টি সহ সাকিবের ওভারেও ছক্কা মেরেছেন। অধিনায়ক সিকান্দার রাজাকে ফেরান সৌম্য। এ তারকা অল-রাউন্ডার মাত্র দুই বল খেলে ‘ডাক’ মারেন। শেষ পর্যন্ত ওয়েসলি মাধেভেরে, রেগিস চাকাভা এবং রায়ান বার্লের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের এক পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। এখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৯৪ রান।

(ঊষার আলো-এফএসপি)