UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি-আমেরিকান রুমা এখন মার্কিন এটর্নি

usharalodesk
এপ্রিল ২৪, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে এটর্নি এ্যাট ল’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান জান্নাতুল মাওয়া রুমা। ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জনকারি রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ মোট ৩৬টি স্টেটেই পেশাগতভাবে দায়িত্ব পালন করতে পারবেন। বাংলাদেশি-আমেরিকানদের মধ্য রুমা ছাড়া মাত্র ৯ জনই এ যোগ্যতা অর্জন করেছেন ।

তিনি ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে (এডভোকেটশিপ) পাস করেন। রুমা চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য ছিলেন।

রুমা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা মরহুম হাজী মনজুর আলম সওদাগর ও আনোয়ারা বেগমের ৬ষ্ঠ সন্তান। তিনি বর্তমানে আমেরিকান নাগরিক। রুমার স্বামী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রুমা একমাত্র কন্যা, স্বামী ও শাশুড়ির সঙ্গে নিউইয়র্কে এখন থাকেন।

(ঊষার আলো-এফএসপি)