UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বোলাররা সত্যিই ভালো বল করেছে : ক্রেগ ব্রাফেট

pial
জুন ১৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অ‍্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ জুন) তৃতীয় সেশনে ২৬৫ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুঁড়িয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে মোট ১৬২ রানের লিড। প্রথম সেশনে এনক্রুমা বনারকে হারিয়ে ৩১ ওভারে স্বাগিতকরা তোলে ৬৪ রান ও দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারালেও ২৫ ওভারে আসে ৭২ রান। তৃতীয় সেশনে ৩৪ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় ক‍্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি মন্তব্য করেন বাংলাদেশ ভালো বল করেছে। দ্বিতীয় দিনের খেলা শেষে ব্রাফেট জানান, একটু মন্থর হলেও ব্যাটিংয়ের জন্য উইকেটটা বেশ ভালোই ছিল। কিন্তু বাংলাদেশের বোলাররা সত্যিই ভালো বল করেছেন। বিশেষ করে স্পিনাররা। লাইন ও লেংথ ধরে রেখেছেন। এখন ম্যাচের তৃতীয় দিনটা খুব গুরুত্বপূর্ণ।

অ্যান্টিগায় চলমান টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকেরা ২৬৫ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ২ উইকেটে ৫০ রান করেছে দ্বিতীয় ইনিংসে। দিন শেষে বাংলাদেশ ১১২ রানে পিছিয়ে আছে।

(ঊষার আলো-এফএসপি)